ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সোশাল মিডিয়ায় কিছু ব্রাহ্মণ বংশীয় পীর আছে: মাসুদ কামাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ২৮ মার্চ ২০২৫

সোশাল মিডিয়ায় কিছু ব্রাহ্মণ বংশীয় পীর আছে: মাসুদ কামাল

সাংবাদিক মাসুদ কামাল। ছবিঃ সংগৃহীত

বর্তমানে সোশাল মিডিয়া ট্রায়ালের যে প্রচলন শুরু হয়েছে তার সমালোচনা করে সাংবাদিক মাসুদ কামাল বলেছেন এটাকে মিডিয়া ট্রায়াল না বলে মিডিয়া কিলিং বলা উচিৎ। যারা সোশাল মিডিয়ায় মানুষের বক্তব্যকে নানা রকমভাবে প্রচার করে তারা একেকজন পীর। কারণ তারা মনে করে তাদের কথায় কোনো ভুল নেই। 

তিনি বলেন, ‘সোশাল মিডিয়াতে যেই মিডিয়া ট্রায়াল হচ্ছে এটা যে যার মতো করছে। শুধু যে বিএনপি ই এটার ভিক্টিম তা নয়। প্রচলিত মিডিয়াতে যখন কেউ কিছু বলে তখন ভিক্টিমের একটা বক্তব্য নেওয়া হয়৷ কিন্তু সোশাল মিডিয়ায় জার্নালিজম হয় না। অ্যাক্টিভিজম হয়। সেখানে একজনের বক্তব্যকে নানা রকমভাবে প্রচার করা হয়। নানা রকম উত্তেজনা তৈরি করে৷ এটা তো ট্রায়াল না, মিডিয়া কিলিং বলা উচিৎ। সোশাল মিডিয়ায় যারা এসব লেখে তারা তো পীর। আর পীরের কোনো ভুল নাই। এখানে আবার কিছু ব্রাহ্মণ বংশীয় পীর আছে। তারা যা বলছে তাতেই রাজি।’’

মাসুদ কামাল আরও বলেন, ‘আমার একটা কন্টেন্টে আমি তিন ধরণের মন্তব্য পেয়েছি। একজন বলছে আমি আওয়ামী লীগের আগামী সাধারণ সম্পাদক হচ্ছি। আমি আওয়ামী লীগের দালাল। আরেকজন বলছে বিএনপি আসলে আপনাকে একটা পদ দেওয়া হবে, কারণ আপনি বিএনপি এর পা চাটা হয়ে গেছেন। তৃতীয় মন্তব্যটি হলো আমি নাকি জামায়াতের দোসর। এই বিষয়গুলো হওয়া উচিৎ না।’

মুমু

×