ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

জনগণের প্রতিনিধি হয়ে ওঠার আগে তাদের দরজায় যেতে চাই: সারজিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:২৯, ২৮ মার্চ ২০২৫

জনগণের প্রতিনিধি হয়ে ওঠার আগে তাদের দরজায় যেতে চাই: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামে গিয়ে জনসাধারণের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। জনগণের প্রতিনিধি হয়ে ওঠার আগে তারা জনগণের দরজায় যেতে চায় বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

তিনি বলেন, ‘হয়তো এখন ঈদ উপলক্ষে আমরা শুধু আমাদের এলাকায় এসে জন সাধারণের সাথে সাক্ষাৎ করছি, কিন্তু এর পরে আমরা প্রত্যেকটি জেলা, উপজেলায় নিজেদের জায়গা থেকে যাবো। এবং আমরা মনে করি আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা সোশাল মিডিয়া বা টিভি দেখে তারা আমাদের সবাইকে চেনে। কিন্তু যারা সোশাল মিডিয়া থেকে দূরে ছিলেন তাদের কাছেও আমাদের বার্তাটা পৌঁছে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এইজন্য আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে আমাদের এনসিপির নাম বলতে চাই। কি করতে চাই তাদের জন্য তা বলতে চাই। এবং আগামীর বাংলাদেশ নিয়ে আমরা যে আশাগুলো করি সেগুলো তাদের সামনে তুলে ধরতে চাই।’

মুমু

×