ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সরকারিভাবে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০৬:২৯, ২৮ মার্চ ২০২৫

সরকারিভাবে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেছেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ঘোষক। দেশের স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ঐতিহাসিকভাবে স্বীকৃত। তাই তাকে সরকারিভাবে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি করছি।

বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান আরও বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে বিএনপির নেতাকর্মীদের মতো অত্যন্ত দুঃসহ জীবন কাটিয়েছেন তৃণমূল পর্যায়ের পেশাদার সাংবাদিকরা। সত্য লেখার কারণে বিভিন্ন কালো আইনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অসংখ্য সাংবাদিকদের মামলায় জড়ানো হয়েছে। কারাভোগের পাশাপাশি সাংবাদিকদের প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। বিএনপির ওপর হাসিনা যেমন দমন নিপীড়ন চালিয়েছে, তেমনি তৃণমূল পর্যায়ের পেশাদার সাংবাদিকদের অনেক লাঞ্চনা-বঞ্চনার শিকার হতে হয়েছে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকদের সম্মানে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা সদরের বিএইচপি একাডেমী মিলনায়তনে গতকাল বিকেলে ইফতার ও দোয়া-মোনাজাতের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) ঢাকা সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কখনো মনোবল হারাবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাংবাদিকদের পাশে ছিলো, আছে এবং থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠণ করতে পারলে আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সংবাদকর্মী ছাড়াও বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

ইফতারের পূর্ব মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

মুমু

×