
ছবি:নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি
বিএনপির ইফতার মাহফিলে আ.লীগের নেতা-কর্মী, তৃণমূলে ক্ষোভ শিরোনামে দৈনিক জনকন্ঠ অনলাইন ভার্সনে সোমবার(২৪ মার্চ) একটি সংবাদ প্রকাশ হওয়ায় কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন সদস্য সচিব মো. মাজহারুল হক খোকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা বিএনপি আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। বুধবার(২৭ মার্চ) রাতে এই নোটিশ জারি করেন আহ্বায়ক ও সদস্য সচিব।
শনিবার(২২ মার্চ) ভিটিকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। বিএনপির ইফতার মাহফিলে আ.লীগের নেতা-কর্মী, তৃণমূলে ক্ষোভ এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ পুরো উপজেলার বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের জন্ম হয়েছে।
কারণ দর্শানো নোটিশে উল্লেখ করেন- শনিবার(২২ মার্চ) ৬নং ভিটিকান্দি ইউনিয়ন, ৬নং ওয়ার্ড (মানিককান্দি) ইফতার মাহফিলে আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদবিধারী নেতাদের সঙ্গে সামনের সারিতে বসে ইফতার ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেছেন। বিষয়টি জনকন্ঠসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠেছে। ওই বিষয়টি তিতাস উপজেলার বিএনপির মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আপনার এরূপ কর্মকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় আপনাকে কেন বহিষ্কার করা হবে না তার সুনির্দিষ্ট প্রমাণের আলোকে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে আপনাকে জবাব দেওয়ার জন্য আদেশ করা হলো।
পরবর্তী নির্দেশ দেওয়ার আগপর্যন্ত আপনাকে দলের সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশের অনুলিপি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা, বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এবং ৬নং ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন সরকার বরাবর দেওয়া হয়েছে।
আঁখি