
ছবি:সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর এজেড এম জাহিদ হোসেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দলের অগাধ শ্রদ্ধা প্রকাশ করে বলেন, "সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্ক করা যাবে না।
মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত এই বাহিনী দেশপ্রেমের বারবার প্রমাণ দিয়েছে।" তিনি ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪-এর প্রেক্ষাপট ভিন্ন বলে উল্লেখ করে সতর্ক করেন, "কিছু চক্রান্তকারী সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই ফাঁদে কেউ যেন না পড়ে।"
নবগঠিত দল এনসিপিকে স্বাগত জানালেও তাদের কিছু নেতার বক্তব্য নিয়ে জাহিদ হোসেন সমালোচনা করেন: "তাদের বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যেমন, ১৬ বছর বয়সে ভোটাধিকারের প্রস্তাব জাতীয় ঐক্যের জন্য ঝুঁকিপূর্ণ।" তিনি নীতিনির্ধারণে সতর্কতা ও জনমতকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন।
জাহিদ হোসেন স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সাথে বর্তমান পরিস্থিতির তুলনা করতে নিষেধ করে বলেন, "১৯৭১-এর রক্তাক্ত সংগ্রাম ও ত্যাগের ইতিহাস অনন্য। বর্তমান প্রজন্মের জন্য এটি গর্বের heritage, কিন্তু ২০২৪-এর রাজনৈতিক সংকটের সাথে এক করা যাবে না।"
দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, "ভারত ও বাংলাদেশের সম্পর্ক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত। দুদেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই স্থিতিশীলতা আনবে।"
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে ড. জাহিদ জানান, *"আলহামদুলিল্লাহ, তিনি শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল। দোয়া চেয়ে তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।"
আঁখি