
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্তব্য করেছেন যে, গণঅভ্যুত্থানের পরও দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি রয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর উপজেলা কমপ্লেক্স মাঠে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি। তবে দুঃখজনকভাবে, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। চাঁদাবাজরা এটিকে তাদের অধিকার মনে করে, কিন্তু এই অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।’
তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এসব অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। মুরাদনগরের জনগণ অন্যায়ের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে, তা প্রশংসনীয়। দেশের তরুণ সমাজকেও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
তরুণদের মাদকমুক্ত জীবনযাপন ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা যেমনভাবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলব, তেমনই একটি দেশ পাব।’
অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ল্যাপটপ ও সনদ বিতরণ করা হয়।
আসিফ