ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে

প্রকাশিত: ০১:১৪, ২৮ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। দুস্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় মো. নাছির উদ্দিন নিহত হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। 

দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপির মহাসচিব।

সূত্র ঃ https://www.facebook.com/share/v/166ZRWpH98/

রাজু

×