ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

আমাদের উপর মিডিয়া ট্রায়াল করবেন নাঃ যুবদল সভাপতি মুন্না

প্রকাশিত: ০১:১৩, ২৮ মার্চ ২০২৫

আমাদের উপর মিডিয়া ট্রায়াল করবেন নাঃ যুবদল সভাপতি মুন্না

ছবিঃ সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার ডেন্ডাবর নোরিঙ্গারটেক এলাকায় ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে প্রায় দুই হাজার গরিব-দুস্থ মানুষের মাঝে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

মোনায়েম মুন্না অভিযোগ করেন, অনেক সময় দলের মিছিল বা কর্মসূচির ছবি তুলেই তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, "একটি মিছিলের ছবি তোলার পর, দেখা গেল, আমাদের জেলা সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বা দলের অন্য কোনো নেতার পাশে দাঁড়িয়ে কোনো ছবি তোলা হয়েছে। সেই ছবি থেকেই অনেক পত্রিকা দাবি করছে যে, ওই ব্যক্তি যুবদলের সদস্য। কিন্তু এই ছবি কোনোভাবেই প্রমাণ করে না যে, ওই ব্যক্তি আমাদের দলের সদস্য।"

তিনি আরো বলেন, "অনেক জায়গায় এমন ছবি তুলে আমাদের যুবদলকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে, অথচ ওই ব্যক্তির দলীয় সম্পর্ক বা কর্মকাণ্ডের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এমন মিডিয়া ট্রায়াল বন্ধ করা উচিত।"

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা যদি কোনো নেতার বিরুদ্ধে কোনো অন্যায় দেখেন, তবে অবশ্যই রিপোর্ট করুন, কিন্তু মিডিয়া ট্রায়াল করবেন না। আমাদের দল অনেক বড় এবং শক্তিশালী, আমাদের প্রত্যেকটি ইউনিটে কমিটি রয়েছে এবং কাঠামোটি সুসংগঠিত।"

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=509127438727528&rdid=8fE8ze32K2EzXOUy

ইমরান

×