ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

সাদিক কায়েমের মানবিক আহ্বান

প্রকাশিত: ০০:৫৮, ২৮ মার্চ ২০২৫

সাদিক কায়েমের মানবিক আহ্বান

কেন্দ্রীয় ছাত্র শিবিরের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিক কায়েম আজ (২৮ মার্চ) তার ফেসবুক পোস্টে এক মানবিক ও হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেছেন। 


পৃথিবীজুড়ে নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য সমবেদনা জানিয়ে তিনি পোস্টে লিখেছেন,“আমাদের মোনাজাতে থাকুক শহীদেরা। থাকুক ফিলিস্তিন, কাশ্মীরসহ সমগ্র পৃথিবীর মজলুমরা।আল্লাহ! আমাদের নসিবে কদর রাখুন। আমাদের ছোট্ট জীবন বরকতে পূর্ণ করুন।”


পৃথিবীজুড়ে নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য তার গভীর সমবেদনা এবং প্রার্থনা জানিয়েছেন। বিশেষ করে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, যারা দেশের স্বাধীনতা ও কল্যাণের জন্য প্রাণ দিয়েছেন। 


পাশাপাশি, তিনি ফিলিস্তিন, কাশ্মীর ও অন্যান্য যুদ্ধবিধ্বস্ত বা নিপীড়িত অঞ্চলের মানুষের জন্যও বিশেষ দোয়া করেছেন। তার এই হৃদয়স্পর্শী বার্তা, বিশ্বের সকল মজলুম মানুষের প্রতি সহানুভূতির এবং ন্যায়বিচারের আহ্বান।


তিনি আরও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন আমাদের জীবন বরকতময় ও সঠিক পথে পরিচালিত হয়। সাদিক কায়েমের এই মানবিক বার্তা শুধু একটি ব্যক্তিগত দোয়া নয়, বরং এটি সমগ্র মানবতার প্রতি এক গভীর সহানুভূতির প্রতীক।

আফরোজা

×