ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

বাঘের সঙ্গে বিড়ালের তুলনা হয় না, ’৭১ হলো বাঘ আর ’২৪ হলো বিড়াল: ফজলুর রহমান

প্রকাশিত: ০০:২৭, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ০০:২৮, ২৮ মার্চ ২০২৫

বাঘের সঙ্গে বিড়ালের তুলনা হয় না, ’৭১ হলো বাঘ আর ’২৪ হলো বিড়াল: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, "১৯৭১ আর ২০২৪-এর তুলনা করা সম্ভব নয়। ১৯৭১ ছিল বাঘের যুগ, আর ২০২৪ হলো বিড়ালের যুগ। যদিও বলা হয়, বিড়াল বাঘের মাসি, কিন্তু প্রকৃতপক্ষে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে।"

এক আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, "যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, তাদের উত্তরসূরিরা এখনো সেই পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তারা প্রতিশোধস্পৃহা থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের ষড়যন্ত্র করছে। ৫৪ বছর ধরে স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরিরা মুক্তিযুদ্ধকে অপবিত্র করার চেষ্টা করছে, যা অত্যন্ত কলঙ্কজনক।"

তিনি আরও বলেন, "আমার মনে হয়, ১৭৫৭ সালের ২৩ জুনের মতোই বাঙালি জাতি আবার এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপাতদৃষ্টিতে মুক্তিযুদ্ধের একটি পরাজয় ঘটেছে, তবে জানি না কবে আবার মুক্তির সূর্য উদিত হবে। কিন্তু ইতিহাস বলে, বাঙালি জাতি দীর্ঘদিন ঘুমিয়ে থাকলেও একবার জাগলে তাকে দমন করা যায় না। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করছে, একদিন তারা এর শাস্তি পাবে।"

তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, "আজ যারা মুক্তিযুদ্ধের কথা বলছে, অথচ তাদের কার্যকলাপ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, তারা মূলত মুনাফেক। ইতিহাসে দেখা গেছে, ফ্যাসিস্টরা খারাপ, কিন্তু মুনাফেকরা আরও ভয়ংকর। আজকের প্রেক্ষাপট সেই জায়গায় পৌঁছে গেছে।"

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম এই বিশ্বাসে যে, বাঙালি জাতি গণতন্ত্র পাবে, তার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। ৩০ লাখ শহীদের রক্ত, ২ লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতাকে যারা নিয়ে ছেলেখেলা করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।"

ফজলুর রহমান আক্ষেপ করে বলেন, "আজ যখন দেখি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে, তখন মনে হয়, মৃত্যু হয়তো এর চেয়ে ভালো ছিল। কিন্তু আমরা হাল ছাড়ব না, একদিন মুক্তিযুদ্ধের চেতনা আবার ফিরে আসবে, কারণ বাঙালি জাতি কখনো পরাজিত হতে শেখেনি।"

ভিডিও দেখুন: https://youtu.be/krU7qtG0ZOM?si=Od0oJTjL8IkeZjh0

এম.কে.

×