
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যারা আজকে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন, তারা আজকে বুঝছে না, আর ৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের পাপ মোচন করার জন্য তারা এখন দ্বিতীয় স্বাধীনতা ২৪ কে ৭১ এর সাথে মিলাতে চাচ্ছে। এটা একটা ব্যর্থ অপচেষ্টা। এটা জনগণ গ্রহণ করবে না।
বৃহস্পতিবার সকালে সাভারের আশুলিয়ার ডেন্ডাবর নোরিঙ্গারটেক এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের সার্বিক সহযোগিতায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পৃথিবীর কোন দেশে কি দ্বিতীয় স্বাধীনতা বলতে কোন কিছু আছে? স্বাধীনতার যুদ্ধ ১৯৭১ সালে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং তিন লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা, সেই ত্রিশ লক্ষ শহীদ এবং তিন লক্ষ মা-বোনের এই আত্মত্যাগ, সাধারণ মানুষের যে কষ্ট, সেগুলি কি আপনি অস্বীকার করতে চান? দ্বিতীয় স্বাধীনতা কি, পৃথিবীর কোন দেশে স্বাধীনতা কি দুটি পালিত হয়?
আবদুল মোনায়েম মুন্না বলেন, ২৪ এর প্রেক্ষাপট ছিল একটি ব্যক্তি স্বৈরাচারকে হটানোর আন্দোলন, আর ৭১ এর যুদ্ধ ছিল একটি নতুন দেশের স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ, ছিল মানচিত্রের যুদ্ধ। আপনারা এই ২৪ কে কি ৭১ এর সাথে মিলাতে পারেন? আজকে যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছেন, তারা তো এই সমস্ত ছাত্র উপদেষ্টা। ওই সময় তো যাদের জন্মই হয় নি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাজী ওসমান গনি প্রমুখ। অনুষ্ঠানে প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
এম.কে.