ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ইশরাককে মেয়র ঘোষণা করায় এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম!

প্রকাশিত: ১৬:৫৯, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৪৮, ২৭ মার্চ ২০২৫

ইশরাককে মেয়র ঘোষণা করায় এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম!

ছবি: সংগৃহীত

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

আদালতের এই রায়ের প্রতিক্রিয়া হিসেবে এবার এমপি পদ ফেরত চাইলেন আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণার পরপরই নিজেকে সংসদ সংসদ সদস্য (এমপি) ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হিরো আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।'

এর আগে তিনি বলেছিলেন, তিনি আর রাজনীতিতে নেই। তিনি মিডিয়া জগতের লোক, মিডিয়াতেই থাকতে চান। তবে আজই নতুন করে এমপি পদ দাবি করলেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। আরাফাতের ২৮ হাজার ৮১৬ ভোটের বিপরীতে তিনি পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।

 

সূত্র: https://www.facebook.com/share/1AgyS5Aj7p/

রাকিব

×