ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, তাদেরই পরবর্তীতে বিভিন্ন সরকার উচ্চপদে বসিয়েছে :জামায়াত সেক্রেটারি জেনারেল

প্রকাশিত: ০৯:২০, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০৯:২৭, ২৭ মার্চ ২০২৫

যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, তাদেরই পরবর্তীতে বিভিন্ন সরকার উচ্চপদে বসিয়েছে :জামায়াত সেক্রেটারি জেনারেল

ছবি:সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "যারা ৫৪ বছর পরেও ১৯৭১-এর ইস্যু তুলে বিভেদ সৃষ্টি করেন, তারা নিজেদের ইতিহাস ভুলে গেছেন। আমরা ’৭১-কে ভুলিনি, বরং যারা স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি বানিয়েছেন, তারাই ইতিহাসের মুখোমুখি হওয়া এড়ায়।"  

 

 

 
তিনি দাবি করেন, "মুক্তিযুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, তাদেরই পরবর্তীতে বিভিন্ন সরকার উচ্চপদে বসিয়েছে। ১২-১৪ জন এমন নেতার নাম উল্লেখ করা যায়, যারা স্বাধীনতাবিরোধী অবস্থান নিয়েও পরে ক্ষমতার কেন্দ্রে ছিলেন। এই দ্বিচারিতা জাতিকে বিভক্ত করে।"  

 
পরওয়ার বলেন, "৫৪ বছর পরেও পুরনো ইস্যু টেনে এনে রাজনৈতিক বিভক্তি তৈরি করা যায় না। নতুন প্রজন্ম 'গাজী কালু চম্পাবতী'র গল্প শুনতে চায় না; তারা দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন চায়। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ গড়তে সব দলকে এক হতে হবে।"  

 

 


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "জামায়াত কখনো নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেনি। গুরুত্বপূর্ণ হলো অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু মানবতাবিরোধী অপরাধীদের বিচার না করে শুধু 'ইনক্লুসিভ ইলেকশন'-এর নামে অপরাধীদের সঙ্গে আপস করা যাবে না। লাশ পোড়ানো, হেলিকপ্টার থেকে শিশু হত্যার ভিডিও এই জাতি ভোলে নি।"  

 


তিনি সম্মিলিত সংগ্রামের ডাক দিয়ে বলেন, "ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এক হতে হবে। বিচারহীনতা ও দলীয় স্বার্থ ত্যাগ করে জাতীয় স্বার্থে কাজ করুন। নইলে আধিপত্যবাদী শক্তি এই বিভেদের সুযোগ নেবে।"  

 

আঁখি

×