
ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নির্দিষ্ট আইনের মাধ্যমে হতে হবে। তিনি দাবি করেছেন, বিচার হতে হলে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে, যাতে চার্জশিট, প্রসিকিউশন এবং বিচারিক ধাপের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়।
এক টক শোতে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "দেশ এখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন দুঃসংবাদ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিকে শুধু ‘অন্ধকার’ বললে কম বলা হবে, এটি আসলে কুয়াশাচ্ছন্ন।"
টক শোতে ফজলুর রহমান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গেও মন্তব্য করেন। ড. ইউনূস বড় মাপের ব্যক্তি হলেও তার রাজনৈতিক জ্ঞান কম বলে তিনি ইঙ্গিত করেন।
সূত্র : https://youtu.be/HRU9jiEYLVw?si=kN-P_4YSqdp3tmAs
s
আসিফ