
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, তা নিয়ে জনগণের মনে ব্যাপক সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি মনে করেন, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ এখনো যথাযথভাবে কার্যকর হয়নি, যা নির্বাচন নিয়ে মানুষের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
রবিবার (২৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে তদবির বাণিজ্য চলছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে সাধারণ মানুষ হতাশা প্রকাশ করছেন।
তিনি আরও বলেন, "যদি ড. ইউনূসের নেতৃত্বে সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যায়, তাহলে জনগণ তাকে আজীবন মনে রাখবে এবং প্রশংসায় ভাসাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে আমি মনে করি না। জনগণও এ বিষয়ে ভরসা রাখতে পারছে না।"
সূত্র : https://youtu.be/YqaNNDHZGuo?si=ZKx2tbkqbaxRyFWI
আসিফ