ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

মানুষের পালস বুঝে জামায়াতে ইসলামী কাজ করেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশিত: ০৪:০৫, ২৭ মার্চ ২০২৫

মানুষের পালস বুঝে জামায়াতে ইসলামী কাজ করেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ

ছবিঃ সংগৃহীত

এখন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, "মানুষের পালস বুঝেই জামায়াতে ইসলামী কাজ করে।"

অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, "মানুষের মনের কথাগুলো নোট নিয়ে আপনারা কাজ করছেন, নাকি গতানুগতিকভাবে এগিয়ে যাচ্ছেন?"

জবাবে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "মানুষের পালস বুঝেই জামায়াতে ইসলামী কাজ করে।"

তিনি বলেন, "যত নির্যাতন, নিপীড়ন, নেতৃবৃন্দের ফাঁসি ও ২৫০ জনেরও বেশি মানুষকে গুলি করে হত্যার মতো ঘটনার পরেও জামায়াত ইসলামী টিকে আছে। কারণ, আমরা জনগণের মন বুঝে কাজ করি।"

তিনি আরও বলেন, "আমরা জনগণকে রাষ্ট্রের মালিকানা দিতে চাই, আমরা শাসকের জায়গায় যেতে চাই না; বরং সেবকের জায়গায় থাকতে চাই। আমাদের আমিরে জামায়াত সবসময় দুটি মূলনীতি মেনে চলার কথা বলেন— আমরা এমন কথা বলবো না যা আমরা করতে পারবো না, এবং যা করবো সেটাই বলবো।"

সূত্রঃ https://www.youtube.com/watch?v=WnP8nJzGeJs

ইমরান

×