ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

‘আমরা পার্লামেন্টে যাবই’: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ০৩:৫৪, ২৭ মার্চ ২০২৫

‘আমরা পার্লামেন্টে যাবই’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবিঃ সংগৃহীত

আমরা পার্লামেন্টে যাবই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এ পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কেউ বাধা দিবেন, আসুন আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, তা বাতিল করা।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে।’

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1BbDbqa6Ud/

রিফাত

×