
ছবিঃ সংগৃহীত
অভ্যুত্থান পরবর্তী ৭ মাসে মানুষ দেখে ফেলেছে কার পকেটে দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও চাঁদাবাজির কত টাকা ঢুকেছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, আর তাই তরুণদের আগামী ইলেকশন হবে এসব দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে। বিশ্বাস রাখুন নির্বাচনে তরুণরা পার্লামেন্টে যাবেই যাবে। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলো সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।
এসময় তিনি আরো বলেন, আগামী ইলেকশনে জাতীয় নাগরিক পার্টি মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মনোনয়ন দিবে। যারা এতদিন আর্থিক সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।
রিফাত