
ছবিঃ সংগৃহীত
অনলাইন আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রা-তে উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমান কাঠামোর মধ্যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
অনুষ্ঠানের উপস্থাপক নুরুল হক নুরকে প্রশ্ন করেন, "আপনি কি মনে করেন বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম?"
উত্তরে তিনি বলেন, "না, এই কাঠামোর মধ্যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা বহু আগেই বলে আসছি যে, কাঠামোগত সংস্কার ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।"
তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বর্তমান কাঠামোর কারণে দেশে স্থিতিশীলতা আনয়ন এবং বৈশ্বিক সংকট মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। একইসঙ্গে তিনি ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক সংযোগ ও তার ভূমিকাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তবে, তিনি সতর্ক করে বলেন যে, শুধুমাত্র একজন ব্যক্তির কারণে কোনো দল বা রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন সম্ভব নয়।
তিনি বলেন, "যেমন একজন মেসি একা একটি ফুটবল দলকে জেতাতে পারেন না, তেমনি ড. ইউনূসও এককভাবে কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে পারবেন না।"
ইমরান