ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সব রাজনৈতিক দলের শত্রু আওয়ামী লীগ: নাসির উদ্দিন পাটোয়ারী 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:১৯, ২৭ মার্চ ২০২৫

সব রাজনৈতিক দলের শত্রু আওয়ামী লীগ: নাসির উদ্দিন পাটোয়ারী 

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে যতগুলো সক্রিয় রাজনৈতিক দল রয়েছে সবার এখন একসাথে মিলে মিশে চলার সময় এসেছে। আমাদের একটিই শত্রু, সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, ‘বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামি আন্দোলন এবং বাংলাদেশে যতগুলো সক্রিয় রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, আমরা সবাই একসাথে মিলে মিশে চলবো। আমাদের একটিই শত্রু। সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ।’

নাসির উদ্দিন আরও বলেন, ‘আমাদের বর্তমানের যেই লড়াই রয়ছে, সেই লড়াইটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় নিয়ে আসা। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যেই নিবন্ধন রয়েছে সেটি বাতিল করা। এবং আওয়ামী লীগকে একটা সুষ্ঠু ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে দেশের মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করা। যাতে করে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস না পায়।’

মুমু

×