ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

এদেশের মানুষ পাকিস্তানের গোলামী থেকে মুক্ত হয়ে ভারতের গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেনি: আমান আজমী

প্রকাশিত: ০০:৫৯, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০১:০০, ২৭ মার্চ ২০২৫

এদেশের মানুষ পাকিস্তানের গোলামী থেকে মুক্ত হয়ে ভারতের গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেনি: আমান আজমী

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে এবং সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, “এদেশের মানুষ পাকিস্তানের গোলামী থেকে মুক্ত হয়ে ভারতের গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেনি।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টের মন্তব্য বিভাগেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

নেয়ামুল ইসলাম শিমুল নামে একজন কমেন্ট করেছেন, "জী। তাই আশা করি পাকিস্তানের ক্ষেত্রেও এই নিরপেক্ষতা বজায় রাখবেন।"

অন্যদিকে, ফাহমিদ আরিফিন লিখেছেন, "পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।" - মাওলানা ভাসানী।

সামাজিক যোগাযোগমাধ্যমে আমান আজমীর এই মন্তব্যের প্রসঙ্গ ধরে অনেকেই বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকে এ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন।

এম.কে.

×