ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

বিএনপিকে ইঙ্গিত করে কড়া সমালোচনা জামায়াত নেতা শফিকুল ইসলামের

প্রকাশিত: ০০:০৬, ২৭ মার্চ ২০২৫

বিএনপিকে ইঙ্গিত করে কড়া সমালোচনা জামায়াত নেতা শফিকুল ইসলামের

জামায়াত নেতা শফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম বলেছেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার জাতীয় ঐক্য বিনির্মাণে ব্যর্থ হয়েছে এবং জাতিকে বিভক্ত করার রাজনীতি করেছে।

বুধবার এক বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, “১৯৭১ সালে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। আজ আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক শক্তি স্বাধীনতার চেতনার অপব্যবহার করে জাতিকে বিভক্ত করছে।"

তিনি বলেন, “বাংলাদেশ ৫৩ বছর পার করে ৫৪ বছরে পা দিয়েছে। কিন্তু আমরা বারবার দেখেছি, প্রতিটি সরকার দেশের ক্ষতি করেছে। তারা ঐক্যের নামে বিভেদের রাজনীতি চালিয়ে যাচ্ছে।”

শফিকুল ইসলাম আরও বলেন, “৭১-এর পর যারা স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তারাই আজ ২০২৪ সালে এসে নতুনভাবে ফ্যাসিবাদের চর্চা করছে। জনগণ তাদের আবারও ফ্যাসিবাদের উত্তরসূরি হিসেবে চিহ্নিত করবে।”

তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, “একসময় যারা আওয়ামী লীগকে মৌলবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল। আজ তারাই আবার ‘মৌলবাদীদের ক্ষমতায় দেওয়া যাবে না’ বলে স্লোগান তুলছে। অথচ, এই ধরনের বিভেদমূলক রাজনীতি দেশের জন্য ক্ষতিকর।”

বাংলাদেশের রাজনৈতিক বিভাজন নিয়ে কঠোর সমালোচনা করে শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ নিয়ে একক কর্তৃত্ববাদী বক্তব্য দেওয়া বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “পক্ষ-বিপক্ষের রাজনীতি ও বিভাজন সৃষ্টি করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছে। অতীতে ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার’ স্লোগান উঠেছিলো। এখন যদি কেউ একইভাবে মৌলবাদী বলে দাগিয়ে দেয়, তবে আবারও একইভাবে প্রতিক্রিয়া দেখা যাবে।”

আশিক

×