ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

পুলিশ তো আমাদেরই ভাই, তবুও আমাদের ছাত্র জনতার উপর গুলি চালালো: মনিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ২৭ মার্চ ২০২৫

পুলিশ তো আমাদেরই ভাই, তবুও আমাদের ছাত্র জনতার উপর গুলি চালালো: মনিরা

জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিন। ছবিঃ সংগৃহীত

যেখানে পুলিশ রক্ষাকবচ হয়ে জনগণকে রক্ষা করার কথা, সেখানে তারাই ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালালো। এমনটা মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিন। 

বুধবার (২৬ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শো তে ‘চব্বিশের চোখে একাত্তরের গণহত্যা’ বিষয়ক আলোচনার এক পর্যায়ে এই মন্তব্য করেন তিনি। 

যে সংবিধান শুধুমাত্র একটা প্রধানমন্ত্রীকেই সব ক্ষমতা দেয়, অন্য আর কাউকে কোনো ক্ষমতা দেয় না, রাষ্ট্রপতি শুধুমাত্র একটা পুতুলের মত বসে থাকে, এইভাবে ফ্যাসিস্ট বানানোর একটা কারিগররূপী যেই সংবিধান, সেই সংবিধানের কোনো সংস্কার যারা চায় না, তারা শুধু নির্বাচন থেকে কি উপকার পাবেন, এমনটা প্রশ্ন তুলে মনিরা বলেছেন, ‘নির্বাচন সবাই চায়। আমরাও চাই। প্রধান উপদেষ্টা স্পষ্ট করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা টাইমলাইন দিয়েছেন এবং এই কথার মধ্যে কোনো যদি বা কিন্তু নেই। এটাই নির্ধারিত। এখান থেকে সরে আসারও কোনো সুযোগ নেই।’

মুমু

×