
বুধবার (২৬ মার্চ), কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা' ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “কোন মিছিল মিটিং এই কুষ্টিয়ায় আওয়ামী লীগ করতে পারবে না। আওয়ামী লীগের মিছিলে গিয়েছো মিটিংএ গিয়েছো এখন ক্ষমা চেয়ে সাধারণ মানুষের কাতারে আসো।”
রাশেদ খান আরও বলেন, “তবে যারা নিরীহ ছিল, সাধারণ ছিল, আপনার প্রতিবেশী, আপনি তার উপর জুলুম করবেন না। সে যদি আওয়ামী লীগ করেও থাকে, আওয়ামী লীগের মিছিলে গিয়েছো, মিটিং এ গিয়েছো, এখন ক্ষমা চেয়ে সাধারণ মানুষের কাতারে আসো। রাজনীতি আর শাসন কইরো না, এটা বলে দিবেন। তোমাদের আওয়ামী লীগের বিচার হবে, এরপরে তোমাদের রাজনৈতিক সিদ্ধান্ত।”
রাশেদ খান জানান, আওয়ামী লীগের ব্যানারে তারা রাজনীতি করতে পারবে না। গণত্যার বিচারের পরে সাধারণ যারা নেতাকর্মী ছিল, কোন অন্যায় করে নাই, যদিও আওয়ামী লীগের ভালো মানুষ খুব কমই আছে।
রাশেদ আরও জানান, নানান অজুহাত শুরু হয়েছে। ডিসেম্বরের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে এবং গণহত্যার বিচার শেষ করতে হবে, এরপরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
রাশেদ বলেন,নির্বাচন নিয়ে যত দেরি করবেন, বাংলাদেশের তত ষড়যন্ত্র শুরু হবে। নানান গোষ্ঠী তারা ওৎ পেতে রয়েছে। ষড়যন্ত্র করার বাংলাদেশে আরেকটি ১-১১ ফিরিয়ে আনার চক্রান্ত শুরু হয়েছে।
আফরোজা