
বুধবার (২৬ ফেব্রুয়ারি),জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে চিরতরে বিদায় করতে হবে বলে এক ফেসবুক পোস্ট করেন।
পোস্টে তিনি বলেন,“আওয়ামী লীগ শুধু "নিষিদ্ধ" করলেই চলবেনা। এদেশের রাজনীতি থেকে এই দেশ শত্রুদের চিরতরে বিদায় করতে হবে।”
আমান আযমী আরো বলেন,এযাবৎ নৌকা মার্কা নিয়ে যত ব্যক্তি যত নির্বাচন করেছেন, তিনি এমপি অথবা অন্য কোন স্তরে নির্বাচিত হয়ে থাকেন অথবা না হন, সকল প্রকার নির্বাচনে অংশগ্রহণে তাদের প্রতি নিষেধাজ্ঞা জারি এখন সময়ের দাবী।
সকলকে সোচ্চার হতে আহ্বান করে তিনি বলেন, আপনারা একমত হলে এই দাবীতে সোচ্চার হউন।
আফরোজা