ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

হান্নান মাসউদের ওপর ছাত্রদল হামলা করেনি: ছাত্রদল সাধারণ সম্পাদক

প্রকাশিত: ২২:১৫, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩১, ২৬ মার্চ ২০২৫

হান্নান মাসউদের ওপর ছাত্রদল হামলা করেনি: ছাত্রদল সাধারণ সম্পাদক

ছবি: সংগৃহীত

গত সোমবার (২৪ মার্চ) নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

হান্নান মাসউদের দাবি, স্থানীয় 'বিএনপি-নামধারী কয়েকজনের' নেতৃত্বে ওই হামলা হয়। এতে এনসিপির পাঁচ-ছয়জন কর্মী আহত হন।

তবে গতকাল (২৫ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই হামলার দায় অস্বীকার করেছেন। তার দাবি, স্থানীয় লোকজন ও আওয়ামীলীগের লোকজনদের যে বিভাজন তৈরি হয়েছিল, সেই পাল্টাপাল্টি বিভাজনের মধ্যে হান্নান মাসউদ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, 'হান্নান মাসউদ ওইদিন পুরোদিন নির্বাচনি ক্যাম্পেইন করেছেন, তারা ইতোমধ্যে ক্যাম্পেইন করছে সারাদেশে।'

ছাত্রদল নেতা নাছির অভিযোগ করেন, 'আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে তারা ক্যাম্পেইন করেছে এবং সেই সন্ত্রাসীরা বিভিন্ন উত্তপ্ত স্লোগান দিচ্ছিলো। যারা গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, তারা হান্নানের সাথে বিভিন্ন প্রচারণায় অংশগ্রহণ করছিল।'

হান্নান মাসউদের ওপর হামলায় কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা জড়িত ছিলো না উল্লেখ করে তিনি বলেন, 'তবে সাধারণ জনগণের মধ্যে বিএনপির নেতাকর্মীরা থাকতে পারে। এটিকে চূড়ান্তভাবে কখনো বিএনপির এবং জনাব হান্নানের সাথে আওয়ামীলীগের লোকজনের মুখোমুখি সংঘর্ষ বলা যাবে না।'

সূত্র: https://www.facebook.com/share/r/15qSJbwK98/

রাকিব

×