
ছবি: সংগৃহীত।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগে বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহসভাপতি জিশান আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. শাহজালালসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে এলাকার শতশত মানুষ থানার সামনে মানববন্ধন করেছে।
বুধবার (২৬ মার্চ) সকালে মতলব উত্তর থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নবীপুর ও বাগানবাড়ি ইউনিয়নের নারী-পুরুষেরা অংশগ্রহণ করেন। তারা স্লোগান দিয়ে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ লোকদের হয়রানি করার প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন ও তার স্বামী সাবেক যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজনৈতিকভাবে হিরো সাজার জন্য তাদের ঘরে নিজেরাই আগুন দিয়েছে। এই আগুনকে কেন্দ্র করে এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় জামিন পাওয়ার পরও ডিবি পুলিশ দিয়ে অন্যায়ভাবে আটক করে হেনস্তা করেছে এবং আরো একটি মিথ্যা পর্ণগ্রাফি মামলা দিয়েছে।
মানববন্ধনকারীরা আরো বলেন, দুইটি মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরপরাধ সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে এভাবে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করব। শুধু তাই নয়, জোবাইদা ইসলাম জেরিনের চারটি বিয়ে ও ২ টি সন্তান থাকার পরও কীভাবে ছাত্রদল করে এবং তার যত অপকর্ম আছে তা জাতির সামনে তুলে ধরা হবে।
ওসি মো. রবিউল হক বলেন, ছাত্রদল নেত্রীর ঘর আগুনে পুড়ছে ঠিক, কিন্তু অগ্নিকাণ্ডের কোন সূত্র পাওয়া যায় নি। তিনি সন্দেহ ভাজনদেরকে বিবাদী করে আগুন পোড়া মামলা করেছেন। পাশাপাশি পর্ণগ্রাফি আইনে আরেকটি মামলা হয়েছে। মামলা তদন্ত চলছে, তদন্ত শেষ হলে পুরো ঘটনা জানা যাবে।
নুসরাত