
ছবি: সংগৃহীত
বাগেরহাটে নাশকতার মামলায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম (৫০) ও চরবানিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল মীরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার ডুমুরিয়া বাজার থেকে বিধান চন্দ্র ব্রহ্মকে এবং সাড়ে ১১টায় খাসেরহাট বাজার থেকে কামরুলকে আটক করা হয়। পরে একটি নাশকতার মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত বিধান চন্দ্র ব্রহ্ম উপজেলার কালশিরা গ্রামের কিরণ চন্দ্র ব্রহ্মের ছেলে ও কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কামরুল মীর চরবানিয়ারী মুসলিমপাড়া গ্রামের দলিল উদ্দিন মীরের ছেলে।
চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, বিধান চন্দ্র ব্রহ্ম ও কামরুল মীরের বিরুদ্ধে গেল ৬ মার্চ চিতলমারী থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাকিব