
ছবি: সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আগে আমরা গণভবনে গিয়েছিলাম, তরুণদের চোখ পার্লামেন্টের দিকে।
তিনি আরও বলেন, 'গত সাত মাসে মানুষ দেখেছে, কার পকেটে দুর্নীতির কত টাকা ঢুকেছে, টেন্ডারবাজির টাকা ঢুকেছে, সন্ত্রাসের টাকা ঢুকেছে। আপনারা বিশ্বাস রাখুন, ভবিষ্যৎ বাংলাদেশে এই ধরনের টেন্ডারবাজ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ- এগুলোর বিরুদ্ধে তরুণদের আগামীর ইলেকশন হবে, ইনশাল্লাহ।'
পার্লামেন্টে যাওয়ার পথে বাধা সৃষ্টি করলে তরুণরা নিজেদের রক্ত দিয়ে হলেও সেই পথে অগ্রসর হবে জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, 'আজকে আমাদেরই ভাই মন্ত্রী হয়েছে, আমাদের মধ্য থেকে কেউ আবার ভবিষ্যতে মন্ত্রী হবে, আমরা পার্লামেন্টে যাবই যাব।'
অনেক কিছু শিখেছি, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি উল্লেখ করে তিনি জানান, 'সারা শাহরাস্তির এইসব ছোটখাটো নির্যাতনে আমরা কোনো ভয় পাই না। আপনাদের মধ্যে এসেছি, আমরা পথে পথে ডোর টু ডোর ইলেকশন ক্যাম্পেইন শুরু করবো।'
নাসির উদ্দিন পাটোয়ারী জানান, জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে আজকে বাংলাদেশের সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন, 'কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম সাকসেসফুল করেছি। এভাবেই জাতীয় নাগরিক পার্টি আগামীতে ইনশাআল্লাহ পার্লামেন্টে যাবে।'
তিনি তরুণদের পার্লামেন্টের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'পাড়ায-মহল্লায় কাজ শুরু করুন, জনগণের মধ্যে যান। সন্ত্রাস দেখাবেন না, চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না। ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করুন।'
সূত্র: https://www.youtube.com/watch?v=_9QNAywqVLU
রাকিব