ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

চা চাষীরা ব্যবসায়ীদের হাতে আর জিম্মি থাকতে চায় না: সারজিস

প্রকাশিত: ২০:০২, ২৬ মার্চ ২০২৫

চা চাষীরা ব্যবসায়ীদের হাতে আর জিম্মি থাকতে চায় না: সারজিস

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, চা চাষিরা আর কিছু ব্যবসায়ীর হাতে জিম্মি হয়ে থাকতে চায় না। সিন্ডিকেট করে চায়ের ন্যায্য মূল্য থেকে চা চাষিদের বঞ্চিত করার প্রক্রিয়া বন্ধ করতে হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, "নতুন এই পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের এই যাত্রা অসীমের অন্তে।"

জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, "গ্রামগঞ্জ, হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শীঘ্রই।"

সরকারের কাছে দলটির পক্ষ থেকে কিছু দাবিও তুলে ধরেন সারজিস আলম। এর মধ্যে রয়েছে চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং স্থানীয় গুরুত্বপূর্ণ কাঁচা সড়কগুলোকে দ্রুততম সময়ে পাকা করা। তিনি বলেন, "গুরুত্বপূর্ণ স্থানীয় কাঁচা সড়কগুলোকে প্রায়োরিটির ভিত্তিতে দ্রুততম সময়ে পাকা করতে হবে।"

এম.কে.

×