ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১৬, ২৬ মার্চ ২০২৫

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর চন্দ্র রায়

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, এবং ষড়যন্ত্রকারীরা তাদের কার্যকলাপ থামিয়ে রাখেনি। স্বৈরাচারী হাসিনা দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (২৬ মার্চ) বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "দেশের মানুষ স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেলেও তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার এখনও ফিরে পায়নি। জনগণ তাদের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। ১৬ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের নামে জনগণের সঙ্গে প্রহসন করেছে বর্তমান সরকার। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার। তাই কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। জনগণ তাদের ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে।"

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেক হোসেন বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়াসহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নুসরাত

×