
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রচারণা চালাচ্ছেন, তাদেরকে বলতে চাই, আপনারা রাজনৈতিক ও ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশের স্বার্থ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি।"
তিনি আরও বলেন, "এ কারণেই চব্বিশের গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে, এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা।"
স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী আদর্শিকভাবে দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে।
একাত্তরের মীমাংসিত বিষয় সামনে এনে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, "৫৪ বছর পর এসে যারা বলেন, একাত্তরকে ভুলে যাবেন না, তাদের আমলে ১২ থেকে ১৩ জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি বানানো হয়েছে।"
তিনি সতর্ক করে বলেন, জামায়াতের নাম ব্যবহার করে যারা রাজনীতি করবেন, তাদের শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে।
শিহাব