
ছবি: সংগৃহীত
একাত্তর এবং চব্বিশের মধ্যে কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, চব্বিশের গণঅভ্যুত্থান একাত্তরের চেতনাকে আবারও জীবিত করেছে।
বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, যারা একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সৎ নয়।
তিনি আরও বলেন, "যদি ক্ষমতায় আসার জন্য নির্বাচনের চাপ প্রয়োগ করা হয়, তা মেনে নেয়া হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।"
নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংবিধানকে আঁকড়ে ধরে পুরোনো ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা চলছে। এর আগে, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপি নেতারা।
শিহাব