
ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে।
আজ বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, "মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন সময়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা ও অধিকারের জন্য। সেই দেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছে। আমরা চাই, আমাদের জনগণকে যেন বারবার রক্ত দিতে না হয়।"
তিনি আরও বলেন, "গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য আমরা যুগ যুগ ধরে লড়াই করেছি। ২০২৪ সালেও আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে হয়েছে, গণঅভ্যুত্থানে অংশ নিতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে।"
সায়মা ইসলাম