
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, প্রকৃত অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে হয়তোবা বর্তমান যে পরিস্থিতি এবং বিগত সাড়ে পনেরো বছরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে পিছনে ফেলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।
আজ বুধবার (২৬ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, 'বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয়, এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই অতি দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার।' বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি এবং রাজনীতিকে এগিয়ে নিতে অতি দ্রুত সময়ের মধ্যে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধি সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার বলে মনে করেন তিনি।
এছাড়া, ঢাবি ছাত্রদল সভাপতির ভাষ্য, অন্তর্বর্তী সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে বিদেশি বিনিয়োগ ও সহযোগিতা কমে যাবে এবং দেশের অভ্যন্তরে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোও ভালোভাবে কাজ করবে না। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ না করলে বাংলাদেশের অগ্রগতি দুমড়েমুছড়ে পড়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=KNOsnFTs3zI&t=77s
রাকিব