
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, "গণঅভ্যুত্থানের একক মালিকানা দাবি করে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, তবে দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, ওই রাজনৈতিক দলটি শুধুমাত্র গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে রাজনৈতিক দল গঠন করলেও এটি এক নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।"
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে নাছির উদ্দীন নাছির এসব মন্তব্য করেন।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, "আপনারা দেখবেন, নতুন রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান ও তাদের ইফতার পার্টিতে বাংলাদেশের গণঅভ্যুত্থানের আইকনিক শহীদরা যেমন শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ, তাদের মধ্যে শহীদ সাইদ ও শহীদ মুগ্ধের নাম বারবার উচ্চারণ করা হলেও শহীদ ওয়াসিমের নামটি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা।"
ছাত্রদলের এই নেতা বলেন, "যে রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করেছে, তারা চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাসকেও বিকৃত করছে। যেমন আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ ইতিহাসকে একপেশে উপস্থাপন করেছে।"
তিনি আরও বলেন, "আজকের দিনে আমাদের মনে হচ্ছে, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের জানা প্রয়োজন, তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের ঘটনাগুলোরও সঠিক ইতিহাস জনগণের সামনে আসা উচিত। এসব ঘটনা কোনোভাবেই একপেশে উপস্থাপন করা উচিত নয়।"
নাছির উদ্দীন নাছির বলেন, "আমরা দেখেছি যে, নতুন গঠিত রাজনৈতিক দলের আর্থিক সংকুলান নিয়ে আমরা ইতোমধ্যে প্রশ্ন তুলেছি, তবে সে বিষয়ে কোনো সদুত্তর পাইনি। বরং সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তা জনমানুষকে গভীরভাবে বিরক্ত করছে। আমরা নতুন প্রজন্মের নতুন রাজনৈতিক শুভসূচনা উপলক্ষে বাংলাদেশের সকল সাধারণ ছাত্রদের আজকের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, বিএনপি এবং ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করে। একই সাথে প্রকৃত ইতিহাস, whether it be মুক্তিযুদ্ধ or চব্বিশের গণঅভ্যুত্থান, তা সঠিকভাবে সবার সামনে তুলে ধরা উচিত।"
এ সময় তার সঙ্গে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিহাব