
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত একটি ইস্যু হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বড় নাকি ২০২৪ সালের আন্দোলন বড়। অর্থাৎ কোন ঘটনাটি আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন। বুধবার (২৬ মার্চ) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ বিষয়ে একটি লেখা শেয়ার করেন।
নিচে তার লেখাটি হুবহু তুলে ধরা হলো-
“অনেকেই দেখলাম ২৪ বড় নাকি ৭১ বড় এটা নিয়ে ফা'ইট শুরু করেছেন৷ আমি হিসেবটা মিলিয়ে দেই৷ ৭১ বড় কারন ওইটা ছিলো বড় যু'দ্ধ৷ ভারত- পাকিস্তানের মতো বড় ২ দেশের ৯ মাসব্যাপী যু'দ্ধ৷
আর ২৪ ছিলো আমাদের নিজস্ব যু'দ্ধ, এটা আমাদের দেশের মানুষ নিজেরা যু'দ্ধ করেছে৷ ৭১ এ এদেশের মানুষের সার্বজনীন অংশগ্রহণ ছিলো না তবে ২৪ এ আওয়ামিলীগ মুক্ত করতে সবাই ঝাঁপিয়ে পড়েছিলো৷ যে কারনে ছোট হলেও এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট তাই অনেক গর্বের৷”
শিহাব