ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ

প্রকাশিত: ১২:১০, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১২:২৬, ২৬ মার্চ ২০২৫

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ

ছবি:সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "রাষ্ট্রীয় সংস্কার ও যুদ্ধাপরাধীদের বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না—এবং আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।" বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।  

 

নাহিদ ইসলাম বলেন, "১৯৭১ ও ২০২৪—উভয় সময়ের সংগ্রাম একই লক্ষ্যে পরিচালিত। একাত্তরে আমরা স্বাধীনতা চেয়েছিলাম, চব্বিশে আমরা প্রকৃত গণতন্ত্র ও ন্যায়বিচার চাই। যারা এ দুটিকে পরস্পরবিরোধী হিসেবে দেখাতে চায়, তাদের উদ্দেশ্য সৎ নয়।" 

 

 

তিনি সতর্ক করে দিয়ে বলেন, "পুরানো সংবিধান জোর করে চাপিয়ে দেওয়ার পাশাপাশি ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। দ্রুত নির্বাচনের নামে ক্ষমতা দখলের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানো হলে তা জনগণ কখনই মেনে নেবে না।" 

এনসিপি আহ্বায়ক আরও যোগ করেন, "আমরা জনগণের পক্ষে থেকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব। বাংলাদেশের মানুষ আর রক্ত দিতে চায় না—তারা চায় একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা।" 

 


নাহিদ ইসলামের এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন রাজনৈতিক অস্থিরতা ও গুজবের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সতর্কবার্তা আলোচনায় রয়েছে। এনসিপির অবস্থান থেকে মনে করা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতির বিরুদ্ধে তাদের একটি স্পষ্ট রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে।  

  

 

আঁখি

×