ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

যেদিকে তাকাই সেদিকেই একটা শব্দ ‘সিন্ডিকেট’ : লুৎফে সিদ্দিকী

প্রকাশিত: ১১:৫৫, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ১১:৫৬, ২৬ মার্চ ২০২৫

যেদিকে তাকাই সেদিকেই একটা শব্দ ‘সিন্ডিকেট’ : লুৎফে সিদ্দিকী

সরকার যেখানে হাত দেয়, সেখানেই যেন একটি শব্দ উঠে আসে—‘সিন্ডিকেট’। এই সিন্ডিকেট তন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য অর্থনৈতিক সংস্কারকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার চায় পণ্যের বহুমুখীকরণ এবং এ লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের আকৃষ্ট করতে প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। সেমিনারে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে প্রতিবন্ধকতাগুলি তুলে ধরেন উদ্যোক্তারা। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, সঠিক প্রস্তুতির মাধ্যমে এলডিসি উত্তরণ সম্ভব।

এছাড়া, দেশ গড়তে সরকারের পক্ষ থেকে আমলাতন্ত্র, রাজনৈতিক মহল এবং ব্যবসায়ীদের একত্রে কাজ করার আহ্বান জানানো হয়। লুৎফে সিদ্দিকী বলেন, "সিন্ডিকেট যদি ব্যবসায়ী, ব্যবসা মালিকদের এবং সরকারের মধ্যে কাজ করে, তবে বাজারে শক্তি ও নিয়ন্ত্রণ স্থাপন করা কঠিন হয়ে পড়ে। তবে, সরকার যদি সঠিকভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তবে বাংলাদেশের অর্থনীতি দ্রুত উন্নতি করতে পারবে।"

সূত্র : https://www.youtube.com/watch?v=gwoV4cvugRY

রাজু

×