ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

জাতীয় ঐক্যে সবাই এক হয়ে যাবে : মির্জা আব্বাস

প্রকাশিত: ১১:৫০, ২৬ মার্চ ২০২৫

জাতীয় ঐক্যে সবাই এক হয়ে যাবে : মির্জা আব্বাস

জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করার ব্যাপারে আশাবাদী মন্তব্য করেছেন মির্জা আব্বাস। তিনি বলেছেন, "যতদিন না দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বৃহত্তর ঐক্যের প্রয়োজন হয়, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে।"

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমরা সেখানে আমাদের বিশ্বাস বজায় রাখতে চাই। এখানে আমাদের বিশ্বাসের কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এখন দলীয় আদর্শের ভিত্তিতে আলাদা আলাদা মতামত প্রকাশ করা হতে পারে, কিন্তু যখন জাতীয় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন আমরা সবাই এক হয়ে কাজ করব।”

মির্জা আব্বাস আরও উল্লেখ করেন, "নির্বাচন যখন আসবে, তখন দেশের সকল দল তাদের নিজস্ব মতাদর্শের সঙ্গে মিল রেখে ঐক্যবদ্ধ হবে। কোনো ভুল হবে না, কারণ সবার লক্ষ্য এক—দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা।"

তিনি আশা প্রকাশ করেন যে, যদি কখনো কোনো সংকট আসে, তখন দেশের জনগণ তাদের ঐক্যবদ্ধ অবস্থান দেখাবে এবং ঐক্যের মাধ্যমে সব সমস্যা মোকাবেলা করবে।

 

রাজু

×