
ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বলেন,
"আমরা ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি প্রবণতা লক্ষ্য করছি, যেখানে গণঅভ্যুত্থানের একক মালিকানা দাবি করে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, সেই রাজনৈতিক দলটি শুধুমাত্র গণঅভ্যুত্থানের গতির উপর ভিত্তি করে গঠিত হলেও, তারা একটি নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীতে আবদ্ধ হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, 'নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তার অভিষেক অনুষ্ঠানে এবং ইফতার পার্টিতে বাংলাদেশের গণঅভ্যুত্থানের আইকনিক শহীদদের নাম উল্লেখ করা হলেও, শহীদ ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে। শহীদ ওয়াসিম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা, এবং তাঁর নাম না বলা মানে গণঅভ্যুত্থানের ইতিহাসকে ভুল পথে পরিচালিত করা।
নাসির উদ্দিন নাসির বলেন, 'যে রাজনৈতিক দলটি ২৪ এর গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করছে, তারা সেই ইতিহাসকে বিকৃত করছে। যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস একপেশে করেছে, ঠিক তেমনই ২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাসও বিকৃত করা হচ্ছে।' তিনি বলেন, 'যতটা গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাস, তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানের প্রতিটি ঘটনা, প্রতিটি প্লট, সেগুলোও সঠিকভাবে দেশবাসীকে জানানো উচিত এবং তা একপেশে হওয়া উচিত নয়।'
এছাড়া, নাসির উদ্দিন নাসির আরও বলেন, 'আমরা ইতিমধ্যে নতুন রাজনৈতিক দলের আর্থিক সংগ্রহের বিষয়ে প্রশ্ন তুলেছি, কিন্তু তাতে কোনও সদুত্তর পাইনি। বরং, আমরা সম্প্রতি দেখেছি যে, এই রাজনৈতিক দলের অঙ্গনে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।'
তিনি শেষাংশে বলেন, 'গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের রাজনীতির যে ইতিবাচক সূচনা হয়েছে, তাতে বাংলাদেশের প্রতিটি সাধারণ শিক্ষার্থীকে আমরা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করে এবং সঠিক ইতিহাস তুলে ধরে। তাই, মুক্তিযুদ্ধ বা ২৪ এর গণঅভ্যুত্থান—যেকোনো ইতিহাস সঠিকভাবে জানানো এবং সংরক্ষণ করা উচিত।'"
আঁখি