ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

জনবল ও সামর্থ্য দেখাতে হবে, নইলে সাধারণ মানুষও আপনাকে গুরুত্ব দেবে না :সারজিস আলম

প্রকাশিত: ০৬:৩১, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ০৬:৩৫, ২৬ মার্চ ২০২৫

জনবল ও সামর্থ্য দেখাতে হবে, নইলে সাধারণ মানুষও আপনাকে গুরুত্ব দেবে না :সারজিস আলম

ছবি:সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-এর পঞ্চগড় সফরে শতাধিক গাড়ির বহর নিয়ে সমালোচনার জবাবে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  

 

 

তাসনিম জারার সমালোচনা ও খোলা চিঠি 
তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে সারজিস আলম উদ্দেশ্য করে লিখেন,  
"তুমি কিছুদিন আগেই বলেছিলে, তোমার কাছে এখন টাকা নেই, ধার করে চলছ। কিন্তু হঠাৎ শতাধিক গাড়ির বহর নিয়ে সফর করা কিভাবে সম্ভব?" 

 


 তিনি আশা প্রকাশ করেন, সারজিস জনগণের সামনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেবেন, যাতে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।  
তাসনিম আরও উল্লেখ করেন, "তোমার সাদাসিধে জীবনযাপনের কথা আমাদের অভিভূত করেছিল। জনগণের সংগ্রামকে গ্রহণযোগ্য করতে এই স্বচ্ছতা জরুরি।" 

 

 
সারজিস আলম ফেসবুকে পাল্টা জবাব দিয়ে বলেন,  

"ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হলে জনবল ও সামর্থ্য দেখাতে হবে, নইলে সাধারণ মানুষও আপনাকে গুরুত্ব দেবে না।"  

গাড়িবহরের ব্যয় নিয়ে সরাসরি উত্তর না দিলেও তিনি *পারিবারিক আর্থিক সক্ষমতা* এর ইঙ্গিত দিয়ে বলেন, "আমার ব্যক্তিগতভাবে কয়েক লাখ টাকা খরচের সামর্থ্য না থাকলেও পরিবার-আত্মীয়দের সহায়তা রয়েছে।" 


সারজিস আলম গতকাল (সোমবার) ঢাকা থেকে সৈয়দপুর হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌঁছান।  
প্রথম দিন শতাধিক গাড়ির বহর নিয়ে বিভিন্ন উপজেলা ঘুরলেও, দ্বিতীয় দিন (মঙ্গলবার) তিনি ভ্যানে করে গ্রামে গ্রামে সাধারণ মানুষের সাথে মিশেছেন।  
তিনি অটোয়ারী উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে কৃষক ও স্থানীয়দের সমস্যা শুনেছেন।  

 


এনসিপির অভ্যন্তরে এই বিতর্ক নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের ভাবমূর্তি ও অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। সমালোচকরা মনে করছেন, "জনগণের কষ্টের সময় বিলাসবহুল সফর দলের গণমুখী চিত্রকে ক্ষুণ্ন করতে পারে।" 

আঁখি

×