ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

চিৎকার চেঁচামেচি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না: শামীম কামাল

প্রকাশিত: ০৪:০৪, ২৬ মার্চ ২০২৫

চিৎকার চেঁচামেচি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না: শামীম কামাল

ছবি: সংগৃহীত

জনতার দলের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা কি সম্ভব বা উচিত কিনা, সে বিষয়ে পদ্ধতিগত চিন্তা করা জরুরি।

তিনি বলেন, "চিৎকার-চেঁচামেচি বা আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। এটি একমাত্র নির্বাহী আদেশ বা গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে, যদি জনগণের বড় অংশ একমত হয়।"

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদ, গুম, খুন, নির্যাতন, একনায়কতন্ত্র ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিঃসন্দেহে বিচারযোগ্য অপরাধ। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গের সঙ্গে তুলনা করা ঠিক হবে না।

তিনি ব্যাখ্যা করেন, "১৯৩৩ সালে নাৎসি পার্টি রাষ্ট্রের একমাত্র বৈধ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্র বাহিনীর চাপেই তা চিরতরে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জাতীয় ও আন্তর্জাতিক ঐকমত্য নেই। বিএনপিও সরাসরি এর পক্ষে অবস্থান নেয়নি।"

শামীম কামাল বলেন, "জনগণের মধ্যে আওয়ামী লীগের বিরোধিতা থাকলেও একটি অংশ এখনো তাদের সমর্থন করে। তাই রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক মতামতকে বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ যেন রাজনীতিতে ফিরে না আসে, সেটি অনেকেই চায়, আমরাও চাই, কিন্তু পদ্ধতিটি ঠিক করা জরুরি।"

তিনি আরও বলেন, "গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। অপ্রয়োজনীয় ইস্যুতে সময় নষ্ট না করে ন্যায়বিচার, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার রক্ষায় মনোযোগী হওয়া জরুরি।"

ভিডিও দেখুন: https://youtu.be/M237QsiQAAg?si=RFuAePBZEsHETBr_

এম.কে.

×