
ছবি: সংগৃহীত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, "দেশটা আমরা স্বাধীন করেছি, কিন্তু আমরা এত উচ্চ অহংকার নিয়ে কথা বলি না।"
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "এই সরকার যখন এই প্রতিযোগিতায় সন্তুষ্ট কাজ করতে পারছে না, তখন আমার মনে হয়, এখন আমাদের এক দফাই ভালো। আমি ২৫ দফা দিয়েছিলাম, কিন্তু আপাতত ২৫ দফার কথা বাদ। আমাদের একটি নির্বাচিত সরকার দরকার। সেই এক দফা অর্থাৎ সুষ্ঠু নির্বাচনটা কবে হবে, আমরা পরিষ্কার করে ড. ইউনুস সাহেবের কাছে বিনীতভাবে জানতে চাইছি। কিন্তু তারা কিছুই জানে না।"
তিনি আরও বলেন, "নতুন রাজনৈতিক দল বন্ধন অপরাধ না করে, কিন্তু আপনার মন্ত্রিসভার উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা, আপনার পিএসরা প্রশাসনের মাধ্যমে এই দলকে হর্ষিত করার জন্য চেষ্টা করছে। তাহলে আপনি নিরপেক্ষ থাকবেন। আপনি যদি পক্ষপাত করেন, তাহলে আমরা তো জনগণের পক্ষ হব, এক নির্বাচন হবে এবং তার পর রাস্তায় নামব।"
গয়েশ্বর চন্দ্র রায় উল্লেখ করেন, "তাদের কঠোরতা সন্তুষ্ট নয়। এখন তারা কঠোর সন্তুষ্টি অর্জন করতে চাইছে। কিন্তু ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে, আরও হারাবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তবে আমাদের কোনও অভিযোগ থাকার কথা নয়। তবে সমাজের বিরুদ্ধে, আমাদের সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। আপনারা যেসব কথা বলেন, তা আমাদের জন্য অশোভন।"
তিনি শেষ করে বলেন, "দেশটা আমরা স্বাধীন করেছি, প্রথম সরকার আমরা, আর আমরা দেশ স্বাধীন করে কখনো এত অহংকার নিয়ে কথা বলি না।"
সূত্র: https://www.youtube.com/watch?v=RRZUMRXvt6A&ab_channel=SOMOYTV
নুসরাত