
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ২.০ গড়বার লড়াইয়ে দায় ও দরদের রাজনীতি তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিলে একথা বলেন তিনি।
তিনি বলেন, সকল দেশি-বিদেশি শত্রু যারা যারা আছে বাংলাদেশের, গত ১৬-১৭-১৮ বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, আত্মমর্যাদার শত্রু, জাতীয় স্বার্থের শত্রু, আমার বিদেশনীতি, আমার পররাষ্ট্র নীতি যারা অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে। তারা বাংলাদেশি হোক কিংবা বিদেশি, রাজনীতিবিদ কিংবা চাকরিজীবী হোক, তারাই যেই হোক তাদের বিরুদ্ধে বাংলাদেশের ২.০ গড়বার যে লড়াই তা আমাদের সবাই মিলে চালিয়ে যেতে হবে।
এসময় ব্যারিস্টার ফুয়াদ গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, আপনারাও সবাই ২৪ এর যোদ্ধা। আমরা যখন সংস্কারের আলাপ তুলছি, ফ্যাসিবাদ কি আবার ফিরে আসবে নাকি আলাপ তুলছি তখন বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। তাই অভ্যুত্থানের সময়ের মত এখনও আমাদের পাশে রাজপথে থাকার অনুরোধ করছি আপনাদের।
রিফাত