ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে: শহিদুল ইসলাম বাবুল

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২৩:১৪, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ২৩:১৫, ২৫ মার্চ ২০২৫

দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে: শহিদুল ইসলাম বাবুল

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য যে সংগ্রাম, যে ত্যাগ স্বীকার করা হয়েছে, সেই গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন ষড়যন্ত্র ও রাজনৈতিক বিভেদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে, এমনকি সেনাবাহিনীকে নিয়েও চক্রান্ত করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সদরপুর উপজেলার ৯টি ইউনিয়ন থেকে প্রায় তিন হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শহীদুল ইসলাম বাবুল আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দখলবাজি, চাঁদাবাজি বা বালু ব্যবসার রাজনীতি করে না। এসব অন্যায় কার্যকলাপ বিএনপি প্রতিহত করবে। তিনি বলেন, "আমি তারেক রহমানের নির্দেশে এখানে রাজনীতি করতে এসেছি। মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করবো। ১৭ বছর ধরে আমরা লড়াই করছি, কিন্তু কখনো নীতি ও আদর্শ থেকে সরে যাইনি।"

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ বলেন, "বিএনপিতে এখন অনেক নতুন নেতা দেখা যাচ্ছে, যারা দুঃসময়ে পাশে ছিল না। তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং প্রতিহত করতে হবে।"

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।

এছাড়া বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এম.কে.

×