ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

শত্রুরা নানা প্যাঁচে ফেলে নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্ত করছে: বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২১:৫১, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ২১:৫১, ২৫ মার্চ ২০২৫

শত্রুরা নানা প্যাঁচে ফেলে নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্ত করছে: বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম

ছবি: সংগৃহীত

যশোর জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা দেখছি, পরাজিত শক্তিরা চারিপাশ থেকে মাথাচাড়া দিয়ে উঠছে। যারা এতদিন লুকিয়ে ছিল, তারা গর্ত থেকে মাথাচাড়া দিয়ে উঠছে। শত্রুরা নানা প্যাঁচে ফেলে আগামী নির্বাচনকে বিলম্বিত করার চক্রান্ত করছে।' এই চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করাতে ব্যস্ত। এই কাদা ছোড়াছুড়ি করলে আমাদের অবদান মাঝপথে থেমে যাবে। আমাদের রক্তদান, আমাদের আত্মত্যাগ, আমাদের কান্না সবকিছুই বৃথা প্রমাণিত হবে। আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাই প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার দ্রুত নির্বাচন দিবে বলে আমরা মনে করছি।'

ইফতার মাহফিল আরও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

সাজেদ রহমান/রাকিব

আরো পড়ুন  

×