ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

আন্দোলনে গুলি, রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেপ্তার

 শহিদুল ইসলাম -রাজবাড়ী

প্রকাশিত: ২১:৪৭, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ২১:৪৯, ২৫ মার্চ ২০২৫

আন্দোলনে গুলি, রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসান (৫০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। 


মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শওকত হাসান আলদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে। 


জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘রাজিব মোল্লার দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা যুবলীগের সভাপতি শওকত হাসানকে দুপুর আড়াইটার দিকে আলাদিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

শিলা ইসলাম

আরো পড়ুন  

×