
ছবি সংগৃহীত
সেনাবাহিনীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করার অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , সশস্ত্র বাহিনী জাতীয় ঐক্যের প্রতীক । সেনাবাহিনীর বিরুদ্ধে অপ প্রচার গুজব সৃষ্টি কার ফাঁদে পা দিচ্ছেন তা চিন্তা করে কথা বলা উচিৎ ।
বুধবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাংলাদেশের সীমান্তবর্তী পুটিমারী বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৭ নং ওয়ার্ড বিএনপি অয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
ইফতার পূর্ব আলোচনায় এমরান সালেহ প্রিন্স বলেন, সেনাবাহিনী জাতির গর্বের প্রতিষ্ঠান । স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ । সেনাবাহিনীকে বিতর্কিত করে দুর্বল করলে জাতীয় স্বাধীনতা বিপন্ন হবে । তিনি বলেন , ফ্যাসিস্ট হাসিনার পতনে আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিজয় সুসংহত করতে হবে।
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সতর্কভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করার চেষ্টা চালানো হচ্ছে । নির্বাচনকে প্রলম্বিত করে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হবার প্রচেষ্টা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থী ।প্রকৃত গণতান্ত্রিক ব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, ছাত্র সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লাভের দিন শেষ ।ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভূত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে হলে জন নির্ভর গঠনমূলক রাজনীতি করতে হবে।
তিনি বলেন ,দেশের বর্তমান জটিল পরিস্থিতিতে জাতীয় ঐক্য যখন আরও সুদৃঢ় ও মজবুত হবার প্রয়োজন, তখন ক্রমাগত জাতীয় ঐক্য বিরোধী তৎপরতা পরিলক্ষিত হচ্ছে । তিনি সকলের প্রতি জাতীয় ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা তথা সাম্য,মানবিক মর্যাদা,সামাজিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়নের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান ।তিনি ছাত্র দলের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দেয়ারও আহ্বান জানান ।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল ,সদস্য সচিব আনিসুর রহমান মনিক ,সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ,যুগ্ম আহবায়ক আবুল হাশেম প্রমুখ।
আশিক