ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

দেশে সম্পদের অভাব নেই, তবে দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের অভাব: রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৫৭, ২৫ মার্চ ২০২৫

দেশে সম্পদের অভাব নেই, তবে দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের অভাব: রফিকুল ইসলাম

ছবি: সংগৃহীত

কুরআনের শিক্ষা ছাড়া সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মাহে রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া অর্জন। বাংলাদেশে সম্পদের অভাব নেই, তবে দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের অভাব রয়েছে। এজন্যই দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই জাতীয় ঐক্যের ভিত্তি হবে ইসলাম। দেশের সকল ইসলামি দল ও ইসলামি চিন্তার মানুষদের সমন্বয়ে ঐক্যের মাধ্যমে ভবিষ্যতে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ গঠন করা হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, হাজী আহম্মেদ আলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আহমাদুল্লাহ সিরাজী প্রমুখ।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আবীর

আরো পড়ুন  

×